১৯৮৫ সালের
পারিবারিক আদালত অধ্যাদেশের ২৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নলিখিত বিধিমালা
প্রণয়ন করিলেন; যথাঃ
বিধি -১
(সংক্ষিপ্ত শিরোনাম )
এই বিধিমালা
‘পারিবারিক আদালত বিধিমালা, ১৯৮৫’ নামে
অভিহিত হইবে ।
বিধি-২ (
সংজ্ঞাসমূহ )
অত্র বিধিমালা
বিষয়ে অথবা প্রসঙ্গে বিপরীত কিছু না থাকিলে-
(ক) ‘ফরম’ বলিতে
অত্র বিধিমালার সঙ্গে সংযুক্ত ফরমকে বুঝাইবে ।
(খ) ‘অধ্যাদেশ’
বলিতে পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ (১৯৮৫
সনের ১৮নং আইন)-কে বুঝাইবে ।
বিধি -৩
(মামলার রেজিস্ট্রি বই)
কোনো আপিল
জেলা জজের আদালতে দায়ের করা হইলে উহার বিবরণ ‘খ’ ফরমে রক্ষিতব্য রেজিস্ট্রি বইতে
অন্তর্ভুক্ত করিতে হইবে ।
বিধি-৪ (আপীলের
রেজিস্ট্র বই )
কোনো আরজি
পারিবারিক আদালতে দায়ের করা হইলে উহার বিবরণ খ ফরমে রক্ষতব্য রেজিস্ট্রি বইতে
অন্তর্ভুক্ত করিতে হইবে ।
বিধি -৫ (
ডিক্রির ফরম )
অত্র
অধ্যাদেশের প্রত্যেক মামলার রায় প্রদানান্ত ‘গ’ ফরমে ডিক্রি লিখিতে হইবে ও ভারপ্রাপ্ত জজ
উহাতে দস্তখত দিতে হইবে ও ডিক্রি
পারিবারিক আদালতের সীলমোহর যুক্ত হইবে ।
বিধি-৬
(জরিমানার রসিদের ফরম)
যেক্ষেত্রে
অত্র অধ্যাদেশের ১৮ অথবা ১৯ ধারা মোতাবেক কোনো জরিমানা প্রদান করা হয় বা অত্র
অধ্যাদেশের আওতায় পারিবারিক
আদালত কোনো অর্থ অথবা সম্পত্তি জমা নেয় অথবা আদায় করে সেক্ষেত্রে ‘ঘ’ ফরমে রসিদ প্রদান
করিতে হইবে এবং উহা ক্রমিক নম্বর যুক্ত হইতে হইবে ও উহার চেকমুড়ি পারিবারিক আদালতে রক্ষিত হইবে
।
বিধি -৭
(জরিমানা ইত্যাদির রেজিস্ট্রি বই )
পারিবারিক
আদালত কতৃর্ক জমা নেওয়া অথবা আদায়কৃত এবং ব্যয়কৃত সমস্ত জরিমানা, অর্থ অথবা সম্পত্তি ‘ঙ’ ফরমে কোনো রেজিস্ট্রি
হইতে অন্তর্ভুক্ত করিতে হইবে ।
বিধি -৮
(পক্ষের উপর নোটিশ )
যদি পারিবারিক
আদালত কোনো পক্ষের প্রাপ্য কোনো অর্থ গ্রহণ করেন তবে পারিবারিক উহা পাওয়ার পক্ষের
প্রতি নোটিশ জারি করাইবেন ও উক্ত
পক্ষকে উহা গ্রহণের নিমিত্ত তাহার দরখাস্তের ৭ দিনের ভিতর উহা প্রদান করিবেন ।
বিধি -৯
(পারিবারিক আদালতের রেকর্ডসমূহ এবং রেজিস্ট্রি বই )
দেওয়ানী
আদালতের ক্ষেত্রে প্রযোজ্য সুপ্রীম কোর্টের বিধিসমূহ অনুযায়ী যথাবিধানকৃত সময়ের
নিমিত্ত সংরক্ষণ করিতে হইবে ।
বিধি -১০ (রেকর্ডসমূহ ও উহা পরিদর্শন)
(১) বিরোধের
কোনো পক্ষের দরখাস্তের ভিত্তিতে পারিবারিক আদালত চল্লিশ পয়সা ফী প্রদানের পর
বিরোধ বিষয়ক পারিবারিক
আদালতের রেকর্ডসমূহ পরিদর্শনের অনুমতি দিবেন।
(২) মামলার
কোনো পক্ষের দরখাস্তের ভিত্তিতে প্রতি একশত চল্লিশ অথবা উহার অংশবিশেষ শব্দের
নিমিত্ত চল্লিশ পয়সা হারে ফী
প্রদানের পর পারিবারিক আদালত উহার রায়, ডিক্রি অথবা আদেশের অথবা অপরাপর কার্যক্রমের অথবা অত্র
বিধিসমূহ অনুযায়ী রক্ষিত কোনো রেজিস্ট্রি বইতে অন্তর্ভুক্তির অথবা ইহাদের কোনো
অংশ বিশেষের প্রত্যায়িত প্রতিলিপি সরবরাহ করিতে হইবে ।
বিধি-১১ (
পারিবারিক আদালতের সীলমোহর )
(১) প্রতিটি
পারিবারিক আদালতের অফিসে উক্ত আদালতের সীলমোহর রাখিতে হইবে এবং উহা আকারে বৃত্তাকারে
হইবে ও পারিবারিক আদালত এবং
স্থানের নাম থাকিবে ।
(২) অত্র
অধ্যাদেশ অথবা বিধিমালার অধীনে দেওয়া সমস্ত সমন, আদেশ, ডিক্রি
প্রতিলিপি এবং অপরাপর কাগজপত্রে পারিবারিক আদালতের সীলমোহর ব্যবহার করিতে হইবে ।
*****************
No comments:
Post a Comment